অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে স্থানীয় ভিত্তিতে উৎপাদিত জিনিসপত্র ব্যবহারের ওপর গুরুত্বারোপ


আগামী পয়লা জুন থেকে ভারতের যে কোন জায়গায় যত আধাসামরিক বাহিনী আছে, তাদের ক্যান্টিন থেকে শুধুমাত্র দেশে তৈরি জিনিসপত্র বিক্রি করা হবে। গতকাল রাতে জাতির উদ্দেশে ভিডিও ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দেশকে আত্মনির্ভরশীল হতে হবে, কারণ করোনাভাইরাস এখনো বহু দিন আমাদের সঙ্গে থাকবে। তার সঙ্গে লড়াই করার জন্য আমাদের আর্থিক বল দরকার। অর্থনীতিকে আমরা যদি শক্তিশালী করে তুলতে চাই তা হলে দেশের আত্মনির্ভরতার দিকে জোর দিতে হবে। ঠিক তার পরদিন আজ বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর সেই কথার জের টেনেই ঘোষণা করলেন ভারতে আধাসামরিক বাহিনীর যে ১০ লাখ জওয়ান রয়েছেন এবং তাঁদের পরিবারের সব মিলিয়ে যে প্রায় ৫০ লক্ষ মানুষ রয়েছেন, এঁদের সবার জন্য আধাসামরিক বাহিনীর সব ক'টি ক্যান্টিন থেকে শুধুমাত্র দেশীয় জিনিস সরবরাহ করা হবে। এর ফলে বহু কোটি টাকার বিদেশি মুদ্রা বেঁচে যাবে। মোটামুটি ভাবে বলা যায়, খাদ্যবস্তু, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও অন্যান্য দ্রব্য মিলিয়ে প্রায় ২৮০০ কোটি টাকার জিনিসপত্র প্রতিবছর এই ক্যান্টিনগুলো থেকে জওয়ানদের সরবরাহ করা হয়। আধা সামরিক বাহিনীর মধ্যে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, ইত্যাদি সশস্ত্র বাহিনী রয়েছে, সেনাবাহিনী বাদে।

গতকাল তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা সকলে যদি লোকাল জিনিস অর্থাৎ স্থানীয় ভিত্তিতে উৎপাদিত জিনিসপত্র ব্যবহার করা শুরু করি তা হলে দেশের অর্থনীতি তাড়াতাড়ি চাঙ্গা হয়ে উঠবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে অর্থনীতিতে এবং উৎপাদনে আমরা আত্মনির্ভর হতে পারবো। তিনি বলেছিলেন, আন্তর্জাতিক যেসব ব্র্যান্ড আজ আমরা ব্যবহার করি, যাদের নাম জানি, সেগুলো সবই একসময় লোকাল ছিল। তার পরে লোকে যখন তার উৎকর্ষ বুঝতে পারলো, তার ওপর ভরসা করলো তখন সেটা সারা পৃথিবীতে বিক্রি হতে শুরু করলো এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের মর্যাদা পেল। ভারতকে স্বনির্ভর হতে হলে সেই পথেই এগোতে হবে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা বলেছেন, সেটা ঐ দিকে যাওয়ারই ইঙ্গিত।

please wait

No media source currently available

0:00 0:02:15 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG