অ্যাকসেসিবিলিটি লিংক

ঘূর্ণিঝড় আম্পানে কক্সবাজারের শরণার্থী শিবিরে প্রস্তুত ১০ হাজার রোহিঙ্গা ভলান্টিয়ার


বাংলাদেশে করোনাভাইরাসের আতংকের মাঝেই ঘূর্ণিঝড় “আম্পান” ধেয়ে আসছে। সোমবার বিকেলে আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও দূর্যোগ যেন পিছু নিয়েছে। করোনা সংক্রমণ সনাক্ত হওয়া, একের পর এক অগ্নিকান্ড, তার উপর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি কমাতে দশ হাজার রোহিঙ্গা ভলান্টিয়ার প্রস্তুত করেছে বাংলাদেশ সেনা বাহিনী। ১৮মে উখিয়া-টেকনাফের বিভিন্ন শিবিরে ঘূর্ণিঝড়কে সামনে রেখে রোহিঙ্গা ভলান্টিয়ারদের সাথে যৌথ মহড়া করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মহড়ায় বাংলাদশে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা ভলান্টিয়াররা অংশ নেন।

XS
SM
MD
LG