অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারে ৫ শতাধিক সাইক্লোন শেল্টার প্রস্তুত


উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। কক্সবাজার সমুদ্র বন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার বিকাল ৩ টায় ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বুধবার বিকাল কিংবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় আম্পানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। কক্সবাজারের জেলা প্রশাসক জানিয়েছেন, ইতোমধ্যে ৫ শতাধিক সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসা খোলা রেখে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। পরিস্থিতি বুঝে নিচু এলাকা থেকে লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

এদিকে করোনা মহামারীর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের খবরে মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। আতংক ছড়িয়ে পড়েছে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবিরেও।

please wait

No media source currently available

0:00 0:02:08 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG