অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বব্যাংক ও আইএমএফ এর কাছে অর্থ সহায়তা চেয়েছে বাংলাদেশ


করোনা সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)-এর কাছে অর্থ সহায়তা চেয়েছে। বিশ্বব্যাংক ও আইএমএফ-এর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল ঐ অর্থ সহায়তা কামনা করেছেন।

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, কোন একক দেশের পক্ষে এই বিরাট সঙ্কট মোকাবেলা করা সম্ভব নয়। বিশ্বব্যাংকের কাছে বাংলাদেশ ১০ কোটি ডলার চাইলেও, আইএমএফ-এর কাছে কত অর্থ চেয়েছে তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মোকাবেলায় বিশ্বব্যাংক ইতোমধ্যেই ১ হাজার ৪শ কোটি এবং আইএমএফ ৫ হাজার কোটি ডলারের পৃথক পৃথক দু’টি আন্তর্জাতিক তহবিল গঠন করেছে। বাংলাদেশ ঐ অর্থের একটি উল্লেখযোগ্য অংশ প্রাপ্তির চেষ্টা করছে।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00


XS
SM
MD
LG