অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ায় লকডাউন খানিকটা শিথিল


করোনাভাইরাসে আক্রান্ত লোকজন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়া সত্বেও, ইন্দোনেশিয়া তার দারিদ্র জর্জরিত অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য প্রধান শহরগুলোতে পুরোপুরি লকডাউন ঘোষণা না করে, খানিকটা শিথিল পদ্ধতি অবলম্বন করছে। ইন্দোনেশিয়ায় এখন এই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন ৩,২৯৩ জন এবং মারা গেছেন ২৮০ জন। আজ রাজধানী জাকার্তায় দু'সপ্তার জন্য দপ্তরগুলো বন্ধ রাখার আদেশ দেয়া হয়েছে এবং ৫ জনের বেশি সমাবেশ নিষিদ্ধ করেছে তবে “বাসায় থাকো” ধরণের কোন আদেশ জারি করেনি এবং সাধারণ পরিবহন ব্যবস্থাও চালু রেখেছে। অবশ্য সেখানে শিক্ষা প্রতিষ্ঠান এবং রেস্টুরেন্টগুলো এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে।
এই নির্দেশ কেবল মাত্র দেশটির তিনকোটি লোক অধ্যূষিত শহর এলাকাগুলোর জন্যই প্রযোজ্য, দেশের অন্যান্য অংশ যেমন খণি এলাকা এবং কৃষি এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েনি। তেরো হাজার দ্বীপ সম্বলিত ইন্দোনেশিয়াতে প্রায় সাড়ে ছাব্বিশ কোটি লোকের বাস। বিশ্লেষকরা বলছেন যে দেশটির প্রায় দশ শতাংশ জনগণই যেহেতু দারিদ্র রেখার নীচে বাস করে, সেহেতু কর্মকর্তাদের তাদের দেশের দারিদ্রের কথা মাথায় রখতে হচ্ছে কারণ ব্যবসা বন্ধ করলে আয় বন্ধ হয়ে যাবে।

XS
SM
MD
LG