বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেভাবে আশা করা হয়েছিল সেভাবে লকডাউন কাজ না করায় এবং আক্রান্ত এলাকা থেকে ভালো এলাকায় লোকজন চলে যাওয়া অব্যাহত থাকায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে আশংকার সৃষ্টি হয়েছে।
রোববার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিং এ স্বাস্থ্যমন্ত্রী এমন বক্তব্য দিয়েছেন। তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো সাত জন মারা গেছেন এবং শনাক্ত করা হয়েছে আরো ৩১২ জনকে যার ফলে এ রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৬ জনে।
এদিকে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী কঠোর লকডাউন চলাকালীন সময়ে ব্রাম্মনবাড়িয়া জেলার সরাইলে শনিবার বাংলাদেশ খেলাফত মজলিশের অন্যতম নেতা মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় ব্যাপক জন সমাগমকে বাধা দিতে প্রশাসনের ব্যর্থতার ব্যাপক সমালোচনা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এ সমাগম নিয়ে
খোদ স্বাস্থ্যমন্ত্রী আজ ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ইতোমধ্যেই ৩ জন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা ছাড়াও বিষয়টি তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া, ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের নির্দেশ দেয়া হয়েছে সরাইল ও আশুগঞ্জ উপজেলার ৮টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষকে। করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকারের আরো ১২ জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এ নিয়ে গত কয়েকদিনে ঐ পর্যায়ের ২৪ জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হল।
অন্যদিকে, নিষেধাজ্ঞা ভেঙ্গে শনিবার ঢাকা থেকে রেলের স্টাফ ও কিছু যাত্রী নিয়ে একটি ট্রেনের সিলেট যাতায়াতের ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।