অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায় করোনার বিস্তার ঘটেছে


করোনা সংক্রমণ, বিস্তার, মৃত্যু এবং আক্রান্ত মানুষের সংখ্যা বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে। সাথে সাথে বাড়ছে আতংক এবং অনিশ্চয়তা। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায় করোনার বিস্তার ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটাপন্ন এবং ঝুঁকির মধ্যে রয়েছে ঢাকা মহানগরীসহ সংলগ্ন কয়েকটি এলাকা।

স্বাস্থ্য দপ্তরের একটি নিয়মিত ভিডিও ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১০ জন, আর আক্রান্ত হয়েছেন ৩৯০ জন। এ নিয়ে এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২০ এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় যে ১০ জন মারা গেছেন তাদের ৭ জনই ঢাকার বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. নাসিমা সুলতানা।
এদিকে, করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষায় নতুন একটি বিষয় লক্ষ্য করছেন চিকিৎসক এবং বিশেষজ্ঞগণ। পরীক্ষায় দেখা গেছে, কমপক্ষে ২৩ শতাংশ রোগী পাওয়া গেছে যাদের কোন উপসর্গ ছিল না। এটিকে বিপদজ্জনক বলছেন চিকিৎসকগণ। রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ সংস্থা আইইডিসিআর-এর উপদেষ্টা ডা. মোশতাক হোসেন বলেছেন, এদের অবাধ চলাফেরা করোনা সংক্রমণ ঘটাচ্ছে। বুধবারই করোনার কোন উপসর্গ ছাড়াই নড়াইলে ৫ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং মেহেরপুরে একজনকে সনাক্ত করা হয়েছে।
করোনার সংক্রমণ প্রতিরোধ ও মোকাবেলায় সরকার সাধারণ ছুটি আগামী ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী জানিয়েছেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হবে।

XS
SM
MD
LG