নিউইয়র্কের গভর্ণর অ্যান্ড্রু কুমো বলছেন, হোয়ইট হাউজ নিউইয়র্ক রাজ্যের করোনাভাইরাস পরীক্ষা করার ক্ষমতা দ্বিগুণ করতে প্রতিশ্রুতি দিয়েছে। কুমো গতকাল হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। নিউইয়র্ক হচ্ছে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কেন্দ্রস্থল এবং রাজ্যটির গভর্ণর হচ্ছেন ট্রাম্পের তীব্র সমালোচক।
তবে করোনাভাইরাস সংক্রমণের পর এই প্রথম মুখোমুখি বৈঠকে কুমো এবং ট্রাম্প তাঁদের তিক্ততাকে দূরে সরিয়ে রেখে আলোচনা করেন। পরে গভর্ণর তাঁদের আলোচনাকে ফল্প্রসু এবং কার্যকর বলে বর্ণনা করেন। নিউইয়র্ক রাজ্যের রাজধানীতে ফিরে গিয়ে গভর্ণর সংবাদদাতাদের বলেন যে, অত্যন্ত চমৎকার ভাবে এই বৈঠক পরস্পরকে দোষারোপের সমাপ্তি ঘটিয়েছে। ট্রাম্পও বলেন, আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া আছে এবং এই রোগের আরো পরীক্ষা নিশ্চিত করতে হোয়াইট হাউজ ও নিউইয়র্ক একত্রে কাজ করবে। কুমো বলেন, হোয়ইট হাউজ নিউইয়র্কে টেস্টিং ব্যবস্থা দ্বিগুণ করার ব্যাপারে সব চেষ্টা চালিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে করে প্রতিদিন কুড়ি হাজারের পরিবর্তে চল্লিশ হাজার লোকের পরীক্ষা করা যায়।
কুমো এবং আরো অনেক গভর্ণরই বিশ্বাস করেন যে বিশেষজ্ঞদের কথা মেনে চলা এবং করোনাভাইরাসের পর্যাপ্ত পরীক্ষাই হচ্ছে লকডাউন শিথিল করার এবং ব্যবসা বানিজ্য চালু করার মূল চাবিকাঠি, রাজনীতি কিংবা রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ নয়। এই সংক্রমণে নিউইয়র্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য। এখানে মঙ্গলবার পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল আড়াই লক্ষ তবে নতুন করে মৃত্যুর হার গত দু'দিনে ৫০০ জনের কম ছিল।