ভারতে সোমবার সকাল পর্যন্ত করোনা-সংক্রমণের সংখ্যা প্রায় ২৮ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশ জুড়ে করোনায় সংক্রমিত হয়েছেন মোট ২৭ হাজার ৮৯২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৪৮ জনের। ফলে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৭২ জন। করোনা-সংক্রমণ ঠেকাতে লকডাউনের দাওয়াই সত্ত্বেও তা কড়া ভাবে কার্যকর না করার অভিযোগ উঠেছে বহু রাজ্যের বিরুদ্ধে।
কেন্দ্রের অভিযোগ, ২০ এপ্রিল লকডাউনে আংশিক ছাড়ের কেন্দ্রীয় নির্দেশিকা তৃণমূল স্তরে মানা হয়নি। এই অভিযোগের আবহে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা-আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৩৯৬ জন। দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্রের করোনা-পরিস্থিতি আরো ঘোরালো হয়েছে। ঐ রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার। মহারাষ্ট্রে মোট ৮ হাজার ৬৮ জন করোনায় আক্রান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ঐ রাজ্যে মৃত্যু হয়েছে ৩৪২ জনের।
অন্যদিকে, পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব জানিয়েছে, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৬৪৯ জন। এ রাজ্যে সংক্রমণে মৃত্যু হয়েছে ২০ জনের। যদিও রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নের হিসেব অনুযায়ী রাজ্যে মোট আক্রান্ত ৪৬১ জন। পাশাপাশি, রাজ্য সরকারের হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৮ জন।