অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে করোনায় একদিনে ৬২ জনের মৃত্যু


ভারতে করোনায় আক্রান্ত হয়ে এক দিনে সর্বাধিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় ৬২ জনের মৃত্যু হয়েছে। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪৩ জন। ফলে দেশে আক্রান্তের সংখ্যা এখন ২৯ হাজার ৪৩৫ জন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেখানে ৮ হাজার ৫৯০ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩৬৯ জনের।

আক্রান্তের সংখ্যার বিচারে মহারাষ্ট্রের ধারে কাছে অন্য কোনও রাজ্য নেই। তবে আক্রান্ত দু-তিন হাজার ছাড়িয়ে গিয়েছে অনেক রাজ্যেই। গুজরাতে আক্রান্ত ৩ হাজার ৫৪৮ জন। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১০৮ জন। মধ্যপ্রদেশে ২ হাজার ১৬৮ জন করোনায় আক্রান্ত। উত্তরপ্রদেশে আক্রান্ত ১ হাজার ৯৫৫ জন। অন্ধ্রপ্রদেশে ১ হাজার ১৮৩ জন সংক্রমিত হয়েছেন। সারা দেশে এখনো পর্যন্ত ৬ হাজার ৮৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯৭ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। তবে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নের তরফে জানানো হয়েছে, এ রাজ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৫০৪ জন।

please wait

No media source currently available

0:00 0:01:31 0:00


XS
SM
MD
LG