অ্যাকসেসিবিলিটি লিংক

রংপুর উপনির্বাচনে সাদ এরশাদ বেসরকারি ভাবে নির্বাচিত


বাংলাদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন তার ছেলে রাগিব আল মাহদি সাদ (সাদ এরশাদ)। তিনি ৫৮ হাজার ৮৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রিটা রহমান। তিনি পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। আর এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পেয়েছেন ১৪ হাজার ৯৪৮ ভোট।

শনিবার রাতে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাব উদ্দিন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নিরুত্তাপ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিএনপি'র প্রার্থী রিটা রহমান প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।

বগুড়া থেকে প্রতীক ওমরের রিপোর্ট।

XS
SM
MD
LG