বাংলাদেশের ব্যাটসম্যানরা ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টের গোলাপি বলে প্রথম দিনই ব্যর্থ হয়েছেন। ফলে টাইগাররা ইডেন গার্ডেন্সে ৩০ দশমিক ৩ ওভার ব্যাট করে মাত্র ১০৬ রানে অলআউট হয়েছে। অন্যদিকে বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে প্রথম দিনই ব্যাট হাতে দিন শেষে ৩ উইকেটে ১৭৪ রান করেছে টিম ইন্ডিয়া। ফলে ভারত এখন ৭ উইকেট হাতে রেখে ৬৮ রানে এগিয়ে রয়েছে। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপন।
আজকে অতিথি ছিলেন আজকের আলাপনে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুন নুর রবিন, ভারত থেকে সিনিয়র ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী, বাংলাদেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার, ক্রীড়া সংগঠক আসিব ফেরদৌস এবং ইডেন গার্ডেন্স থেকে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের যমুনা টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক হাসিনুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন রোকেয়া হায়দার।