অ্যাকসেসিবিলিটি লিংক

কাঁচা চামড়া রপ্তানি করা হলে বাংলাদেশের চামড়া শিল্প হুমকির মুখে পড়বে: ট্যানার্স অ্যাসোসিয়েশন


বাংলাদেশের চামড়া শিল্পের মালিকদের সংগঠন ট্যানার্স অ্যাসোসিয়েশন কাঁচা চামড়া রপ্তানির সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে আশঙ্কা প্রকাশ করেছে যে, এটা করা হলে দেশের চামড়া শিল্প হুমকির মুখে পড়বে। সংগঠনটির সভাপতি শাহিন আহমেদ বুধবার এক সংবাদ সম্মেলনে এমন বক্তব্য দেন। তবে তিনি চামড়া দাম নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তাঁর কোন সমাধানের ইঙ্গিত দেননি।

চামড়া রফতানির সরকারি সিদ্ধান্ত কাঁচা চামড়ার দামের ওপর কোন প্রভাব ফলেনি। যার ফলে আজো মৌসুমি ব্যবসায়ীরা দেশের বহু জায়গায় রাস্তার পাশে চামড়া ফেলে রেখে চলে গেছেন অথবা গর্ত করে পুতে ফেলেছেন। চট্টগ্রামে লক্ষাধিক পিস এভাবে ফেলে যাওয়া কাঁচা চামড়া পচে যাওয়ায় সেগুলো সরিয়ে ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেয়া হয়েছে।

সরকারের প্রভাবশালী নেতা ও মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন চামড়ার দাম নিয়ে সিন্ডিকেটের কারসাজি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি সতর্ক করেছেন এই বলে যে এক্ষেত্রে কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00


XS
SM
MD
LG