অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে জাতীয় শোক দিবস পালিত


১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিহতের ঘটনার স্মরণে বৃহস্পতিবার সারা দেশে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ছিল সরকারি ছুটির দিন এবং সকল সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা হয়। সকালে ধানমণ্ডি আবাসিক এলাকায় এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা এবং বাঙ্গালী জাতির অধিকার আদায়ের সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও পুষ্প স্তবক অর্পণ করেন। এ উপলক্ষ্যে সারাদেশে মসজিদসমূহে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সমাধিতে পুষ্প স্তবক অর্পণ ছাড়াও রাজধানী ঢাকাসহ সারাদেশে দিনটি পালন করেছে আলোচনা, দোয়া মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতৃত্বের অভাব অনুভব করছেন রোহিঙ্গা গবেষকরা। রোহিঙ্গাদের জন্য নেতৃত্বের আর্দশ হতে পারে বঙ্গবন্ধু। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:04:46 0:00

XS
SM
MD
LG