বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কারণে পরিবেশের সীমাহীন ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেছেন। জাতীয়ভাবে পরিবেশ দিবস এবং বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ঢাকায় পৃথক এক অনুষ্ঠানে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের পদ্ধতিগত ভুল ছিল বলে জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, জাতিসংঘের উচিত রোহিঙ্গা সংকট সমাধান প্রশ্নে বাংলাদেশের চেয়ে মিয়ানমারের দিকে বেশি নজর দেয়া।