অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: নুসরাত হত্যাকান্ডের বিচার এবং বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতার চালচিত্র


বাংলাদেশে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। কিন্তু বিচারিক প্রক্রিয়ায় এই রায়ের ভবিষ্যৎ কি, কেন নারীর প্রতি সহিংনতা বাড়ছে-- এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের আলাপন-'নুসরাত হত্যাকান্ডের বিচার এবং বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতার চালচিত্র'।

আজকে অতিথি ছিলেন আইনজীবী ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট দিলরুবা সারমিন এবং এ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারী। এছাড়া নুসরাত হত্যা মামলার রায় নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা’র বক্তব্যও ছিল আজকের আলাপনে। আর অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন আনিস আহমেদ এবং তাওহীদুল ইসলাম।


XS
SM
MD
LG