অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে চলমান সংলাপ নিয়ে আশাবাদী নন বিশ্লেষকরা


বাংলাদেশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের দ্বিতীয় দিনে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে শুক্রবার সংলাপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট এবং জাতীয় ঐক্য ফ্রন্টের মধ্যে বৃহস্পতিবার রাতে যে সংলাপ হয়েছে তার অগ্রগতি ভাল বলে আওয়ামী লীগের সাধারন সম্পাদক মন্তব্য করেছেন।

প্রায় ৪ ঘণ্টাব্যাপী সংলাপ শেষে রাতেই সাংবাদিকদের কাছে এমন বক্তব্য দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংলাপে দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্য ফ্রন্টের নেতাদের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেন, ঐক্য ফ্রন্ট যদি আবারো সংলাপে বসতে চায় তা তাঁরা জানালে তাতে ক্ষমতাসীনদের কোন আপত্তি নাই।

অন্যদিকে, সংলাপের বিষয়ে সাংবাদিকদের কাছে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানিয়ে ঐক্য ফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বলেন, সংলাপে বর্তমান রাজনৈতিক সংকটের তেমন কোন সমাধান পাওয়া যায় নাই। ঐক্য ফ্রন্টের আরেক নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেন ফ্রন্টের ৭ দফা দাবী তদের কাছে তুলে ধরা হয়েছে এবং সেগুলো মানা না মানার দায়িত্ব সরকারের।

এদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা বৃহস্পতিবার রাতের সংলাপ নিয়ে তাঁদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে ক্ষমতাসীন ১৪ দলিয় জোট এবং জাতিয় ঐক্য ফ্রন্টের সংলাপ কতটুকু প্রভাব ফেলবে এমন এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সরকার এবং রাজনৈতিক বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল লাতিফ ভয়েস অব আমেরিকাকে বলেন, সংলাপ নিয়ে জনমনে আশার সঞ্চার হলেও তার প্রতিফলন সংলাপে দেখা যায় নাই। রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার ওমর সাদাত সংলাপ নিয়ে মন্তব্যে করেছেন। তাঁরা বলেন সংকট নিরসনের জন্য দু'পক্ষকেই আন্তরিক হতে হবে। তা না হলে জনগণের গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা অপূরণীয়ই থেকে যাবে বলে তাঁরা মন্তব্য করেন।

please wait

No media source currently available

0:00 0:05:32 0:00

XS
SM
MD
LG