বাংলাদেশ সরকার নতুন ডিজিটাল নিরাপত্তা আইন পাসের যে উদ্যোগ নিয়েছে তার বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিএনপি।
শনিবার ঢাকায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানিয়ে প্রস্তাবিত আইনকে একটি ভয়ংকর কালাকানুন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন এটি পাস করা হলে গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতাই শুধু হুমকির মুখে পড়বে না বরং একই সাথে দেশের মানুষের বাক স্বাধীনতাকেও হরণ করা হবে ।
তিনি এই কালো আইন পাস করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনটি নিয়ে সাংবাদিকদের দেশি এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংস্থা এবং সংবাদপত্র এর সমালোচনা করে আইনটির বিরোধিতা করেছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজও আইনটির সমালোচনা করেছে। তবে সরকারের তরফে বার বাঁর আশ্বস্ত করা হয়েছে আইনটি কারো অধিকার খর্ব করার জন্য নয় বরং এটা ডিজিটাল অপরাধ রোধের জন্য করা হচ্ছে ।