অ্যাকসেসিবিলিটি লিংক

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা আর শেষ বিদায়


সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা আর শেষ বিদায় জানাতে। রোববার সকালে ঢাকায় আর্মি স্টেডিয়ামে তাঁর মরদেহ নিয়ে আসা হয় এবং এখানেই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপি মহাসচিব, আইনজ্ঞ ড. কামাল হোসেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ক‍‍ূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। ড. ইউনূস বলেন, স্যার আবেদের সাথে সাধারণ মানুষের ইতিহাস অঙ্গাঙ্গীভাবে জড়িত।


ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক টুইট বার্তায় বলেছে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ব্র্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই স্যার আবেদ ও ব্র্যাকের গর্বিত সহযোগী। দরিদ্র্যদের ক্ষমতায়ন ও অসমতার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী তাঁকে স্মরণ করা হবে। রোববার দুপুরে স্যার ফজলে হাসান আবেদের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00


XS
SM
MD
LG