জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস কমিশন-এর বাংলাদেশসহ কয়েকটি দেশের মানবাধিকার পরিস্থিতির ওপরে সদ্য প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে নির্যাতন, নিপীড়ন, আইন বর্হিভূত আটক এবং বিচার বর্হিভূত হত্যাকান্ডের ঘটনাবলীর ক্রমবর্ধমান বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিগত বছরে ৪ শতাধিক ব্যক্তিকে বিচার বর্হিভুত পন্থায় হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বিচার বিভাগ এবং জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা বৃদ্ধি ও শক্তিশালীকরণের লক্ষ্যে উদ্যোগ গ্রহণের জন্যে বাংলাদেশ সরকারের প্রতি তাগিদ দেয়া হয়েছে। জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই প্রতিবেদনে বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে বাধা-বিঘ্ন সৃষ্টিতেও উদ্বেগ প্রকাশ করা হয়। মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শ্রমিক নেতৃবৃন্দকে হুমকি-ধামকি, আতংক সৃষ্টির খবরেও সংস্থাটি উৎকণ্ঠা প্রকাশ করেছে।
জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের তথ্য-প্রযুক্তি আইনের সংশোধন প্রয়োজন বলে মনে করে। ওই প্রতিবেদনে, জাতিসংঘের মানবাধিকার কমিশন ভারতের নাগরিকত্ব আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।