অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যাসিনো ব্যবসাসহ নানা অনিয়ম প্রতিরোধে ঢাকায় ৪টি ক্লাবে অভিযান


দুর্নীতিবিরোধী এবং আইন অমান্য করে ক্যাসিনো ব্যবসাসহ নানা অনিয়ম প্রতিরোধে গত কয়েক দিন ধরে যে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে যে অভিযান চলছে, তার অংশ হিসেবে রোববারও ঢাকায় মোহামেডান ক্লাবসহ ৪টি ক্লাবে অভিযান পরিচালিত হয়।


চলমান দুর্নীতিবিরোধী অভিযানে যুব ও ছাত্র নেতাদের একাংশের বিরুদ্ধে দুর্নীতির যে চিত্র প্রকাশিত হচ্ছে তাকে হিমশৈলীর চূড়ামাত্র বলে মনে করে দুর্নীতিবিরোধী নজরদারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। এক বিবৃতিতে এ অভিযানের মাধ্যমে সর্বাত্মক জবাবদিহীতা নিশ্চিতের আহবান জানিয়েছে টিআইবি।


টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান রোববার ভয়েস অব আমেরিকাকে এক সাক্ষাৎকারে বলেছেন, শুধুমাত্র যুব ও ছাত্র নেতারাই এর সাথে জড়িত তাই নয়, রাজনৈতিক, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার একাংশের দুর্নীতিবান্ধন যোগসাজশ ও কর্মকান্ড সমাজের সকল পর্যায়ে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করেন, এই অভিযান যদি ব্যাপক, সর্বাত্মক, টেকসই এবং যথাযথ না হয় তাহলে তার কোন সুফল পাওয়া যাবে না।

please wait

No media source currently available

0:00 0:06:11 0:00


XS
SM
MD
LG