অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানে অবস্থানরত কোনো বাংলাদেশি হতাহত হননি , সাম্প্রতিক বিপর্যয়ে : রাষ্ট্রদূত ভূঁইয়া ।


জাপানে অবস্থানরত কোনো বাংলাদেশি হতাহত হননি , সাম্প্রতিক বিপর্যয়ে : রাষ্ট্রদূত ভূঁইয়া ।
জাপানে অবস্থানরত কোনো বাংলাদেশি হতাহত হননি , সাম্প্রতিক বিপর্যয়ে : রাষ্ট্রদূত ভূঁইয়া ।

জাপানে কয়েক হাজার অনাবাসি বাংলাদেশি বসবাস করেন বলে জানা গিয়েছে । ইতিমধ্যে ,জাপানে , সাম্প্রতিক প্রলয়ংকারি ভূমিকম্প ও সূনামির আঘাতে বিপর্যস্ত এলাকা থেকে ৫২ জন বাংলাদেশিকে উদ্ধার ক’রে টোকিওর বাংলাদেশ দূতবাসে সরিয়ে নেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মুজিবুর রহমান ভূঁঈয়া ও তাঁর সহকর্মিরা । সোমবার রাতে স্থানান্তরিত ঐ বাংলাদেশি দলটির সম্পর্কে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত মুজিবুর রহমান ভূঁইয়া জানান – তাঁদের জানামতে বাংলাদেশি কেউ হতাহত হননি , সাম্প্রতিক এই প্রাকৃতিক বিপর্যয়ে বা পরবর্তী পরিস্থিতিতে , পারমানবিক শক্তি কেন্দ্রের বিকল অবস্থায় সংঘটিত পারমানবিক তেজস্ক্রিয় বিকিরনের ফলোদয়ে । রাষ্ট্রদূত ভূঁইয়া জানান স্থনান্তরিত ঐ বাংলাদেশিদের কেউই দেশে ফিরছেন না , তাঁরা আপাতত টোকিওতেই বন্ধুবান্ধব বা আত্মিয় পরিজনের কাছে সাময়িক আশ্রয় নিয়ে কালাতিপাত করবেন বলে টোকিওস্থ বাংলাদেশ দূতবাস সূত্রে জানা গিয়েছে ।

XS
SM
MD
LG