রংপুর জেলার শাহাবাজপুর গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের সন্দেহভাজন চার সদস্যকে গ্রেপ্তার করেছে বলে রোববার পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্য মতে তাঁদের মধ্যে একজন জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার আসামিদের প্রশিক্ষক। ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুর জেলার কাচু আলুটারি গ্রামে কুনিও হোশিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। পুলিশ জানায় শনিবার শাহাবাজপুর গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটায় অভিযান চালিয়ে সেখানে অবস্থানরত ওই চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলা কালে ককটেলেরে বিস্ফোরণে চারজন পুলিশ আহত হয়েছেন বলে পুলিশ জানিয়ে বলেছে জঙ্গিদের কাছ থেকে একটি পিস্তল, চারটি ককটেল এবং কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বেলাল হোসেন, আল আমিন, এরশাদ আলী ও আশরাফুল ইসলাম। বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।