অ্যাকসেসিবিলিটি লিংক

গভর্নরসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট


বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের লোপাট হওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন নির্দেশনা দেয়া হবে না-তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

একজন আইনজীবীর দায়ের করা রিট আবেদনের উপরে শুনানি শেষে এই আদেশ দেয়া হয়।

অর্থসচিবসহ সংশ্লিষ্ট সচিবগণ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এদিকে, মঙ্গলবার ফিলিপাইনের সিনেট কমিটি পঞ্চম দফা শুনানিতে সন্দেহভাজন রিজাল ব্যাংকের প্রেসিডেন্ট বলেছেন, যদি তদন্তে তার ব্যাংক দোষী সাব্যস্ত হয়, তবে ওই ব্যাংকের প্রাপ্ত অর্থ ফেরত দেয়ার জন্য তিনি ব্যাংক পরিচালকদের অনুরোধ জানাবেন।

ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কর্তৃপক্ষ বলছে, আইনগত জটিলতার কারণে অর্থ প্রাপ্তিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে আরও বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG