অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনার প্রেক্ষিতে মামলার পরিকল্পনা


FILE - Commuters pass by the front of the Bangladesh central bank building in Dhaka.
FILE - Commuters pass by the front of the Bangladesh central bank building in Dhaka.

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা নিয়ে মুখ খুলছেন না সংশ্লিষ্ট কেউই। ব্যাংকের কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশেও আরোপিত হয়েছে অলিখিত নিষেধাজ্ঞা। বিভিন্ন সূত্র জানিয়েছে, নীতি-নির্ধারক মহল এখন পরিকল্পনা করছেন - যদি তদন্তে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের কোনো গাফিলতি পাওয়া যায় তাহলে মামলা করা হবে। এ লক্ষ্যে একাধিক আইনজীবীর সাথে আলোচনা ও পরামর্শ করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর দিয়েছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির সাথে সম্পৃক্ততার অভিযোগে শ্রীলংকার একটি আদালত সালিকা ফাউন্ডেশন নামের ওই দেশীয় একটি এনজিওর ৬ জন পরিচালকের বিদেশ সফরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই দেশের পুলিশ বলছে, একটি বেসরকারি ব্যাংকে ওই এনজিওর একাউন্ট খোলার ৬ দিন পরেই ওই একাউন্টিতে ২ কোটি ডলার জমা হয় - যা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ফিলিপাইনের সিনেট কমিটি আগামী ২৯ মার্চ শুনানিতে সন্দেহভাজন চীনা ব্যবসায়ী কিম অং স্বাক্ষ্য দিতে হাজির থাকবেন বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে।

এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG