অ্যাকসেসিবিলিটি লিংক

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশীদের আমানতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে


নিরাপদে অর্থ গচ্ছিত রাখার জন্য সুপরিচিত ইউরোপের দেশ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশীদের আমানতের পরিমাণ ২০১৮ সালে উল্লেখযোগ্য হারে বেড়েছে।

দেশটির কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান সুইস ন্যাশনাল ব্যাংকের বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যের উল্লেখ করে বলা হয়েছে ২০১৮ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশীদের জমা রাখা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাংক বা ৫ হাজার ৩৪১ কোটি টাকা যা ২০১৭ সালের তুলনায় ২৮.৩৩ শতাংশ বেশি। ২০১৭ সালে বাংলাদেশীদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল চার হাজার ১৩৯ কোটি টাকা।

সুইস কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী নাগরিকত্ব গোপন রেখেছেন এমন বাংলাদেশীদের জমা রাখা অর্থ কিংবা সোনা এবং মূল্যবান সামগ্রী এই হিসাবের মধ্যে রাখা হয়নি।

সুইস ব্যাংকগুলোর গ্রাহকদের তথ্য গোপন রাখার আইন অত্যন্ত কঠোর হওয়ায় কোন একক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করা হয় না। তবে সাম্প্রতিক সময়ে কোন দেশের নাগরিকদের মোট কত টাকা দেশটির ব্যাংকগুলোতে জমা আছে তা সুইস কেন্দ্রীয় ব্যাংক প্রকাশ করা শুরু করেছে।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00


XS
SM
MD
LG