যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতির ওপর যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বাংলাদেশ সম্পর্কে যে সকল তথ্য দেয়া হয়েছে তাকে সঠিক বলে উল্লেখ করেছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকায় রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপি'র মহাসচিব এমন মন্তব্য করে বলেছেন প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন এবং ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে চিত্র তুলে ধরা হয়েছে তা নিয়ে দেশবাসীর কোন সন্দেহ নাই।
তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টই নয়, বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের বড় বড় পত্রিকাগুলো বলেছে বাংলাদেশে কোনও নির্বাচন হয়নি। ভারতের বিভিন্ন পত্র-পত্রিকাও এমনই মন্তব্য করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, আসলে বাংলাদেশে যে কোন নির্বাচনই হয়নি সে বিষয়ে কোন সন্দেহ নাই।
বাংলাদেশের মিডিয়াগুলোকে সরকার চরমভাবে নিয়ন্ত্রণ করছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, তাঁদের কণ্ঠ স্তব্ধ করার জন্য বিভিন্ন নিবর্তন মূলক আইন পাশ করা হয়েছে। এত প্রতিকূলতা সত্ত্বেও গনমাধ্যম কর্মীরা অনেকেই অনেক কিছু প্রকাশ করার জন্য তাঁদেরকে তিনি শ্রদ্ধা জানান।