মঙ্গলবার সকাল থেকেই যীশূ খ্রিস্টের ২০১৮তম জন্মদিন পালিত হয় বগুড়াসহ উত্তরের বিভিন্ন জেলায়।সব বয়সী মানুষ যীশূ খ্রিস্টের আবর্ভিাব দবিস অনুষ্ঠানে অংশ নেয়। বগুড়া শহরের ওয়াইএমসি মিলনায়তনে গান গেয়ে এবং কেককেটে উৎসবের উদ্বোধন করা হয়। এসময় অনুষ্ঠানে এসে অনুভূতি প্রকাশ করেন খ্রিস্টান সম্প্রদয়ের তরুণ তরুনীরা।
খ্রিস্টান সম্প্রদয়ের নেতা রবার্ট রবিন মারান্ডি বলেন যীশু খ্রিস্ট জগতের সব মানুষের পরিত্রাণের জন্য এসেছিলেন।
বগুড়ার মশিন হাসপাতালেও এই উৎসব পালন করা হয়। র্চাচে র্প্রাথণাসহ র্ধমীয় গান পরিবেশন করা হয়। এ সময় তারা পৃথিবীর সকল খ্রিস্টানসহ সব র্ধমালম্বী মানুষরে জন্য মঙ্গল কামনা করনে।