অ্যাকসেসিবিলিটি লিংক

পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ কানাডার আদালতে প্রমানিত হয়নি


ঘুষ প্রদানের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পে একটি কানাডীয় কোম্পানীর কাজ পাওয়ার চেষ্টার অভিযোগে কানাডার একটি আদালতে যে মামলা হয়েছিল, তাতে ওই অভিযোগ সত্য প্রমাণিত হয়নি বলে ওই আদালতের রায়ে বলা হয়েছে।

ঢাকায় প্রাপ্ত কানাডীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কানাডীয় কোম্পানী এসএনসি- লাভালিন-এর তিন কর্মকর্তাকে ওই অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে।

ঘুষের অভিযোগ উত্থাপনের পরে ২০১২ সালে বিশ্বব্যাংক প্রকল্পের জন্য নির্ধারিত ১২০ কোটি ডলার ঋণ চুক্তি বাতিল করেছিল। একই সাথে প্রকল্পের অন্যান্য দাতা সংস্থা- এশীয় উন্নয়ন ব্যাংক, জাপানী সংস্থা- জাইকা এবং ইসলামী উন্নয়ন ব্যাংক -আইডিবি তাদের ঋণ চুক্তিও বাতিল করে দেয়।
বাংলাদেশের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিলকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। বাংলাদেশের সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনায় জড়িতদের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
বর্তমানে ৩শ ৬০ কোটি ডলার ব্যয় সাপেক্ষ ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG