অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০০ সালে হত্যা চেষ্টার মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড


বাংলাদেশের দক্ষিনাঞ্চলের গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০০ সালে হত্যা চেষ্টার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে ঢাকার একটি আদালত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ রোববার একই মামলায় একজনকে যাবজ্জীবন এবং তিনজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ডে দিয়েছে। এই মামলায় খালাস পেয়েছেন ১০ জন। মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিদের রায় গুলি করে কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত।

দুইটি মামলার রায়ের প্রেক্ষিতে মুফতি হান্নানের ফাঁসি ইতিমধ্যেই কার্যকর হওয়ায় এ মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

এছাড়া, শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টার ঘাটনাস্থল থেকে ৭৬ এবং ৪০ কেজি ওজনের দুইটি বোমা উদ্ধারের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নয়জনকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৪ জনকে খালাস দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত নয়জনের মধ্যে দুই জন পলাতক রয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:09 0:00

XS
SM
MD
LG