আখেরি মোনাজাতে দেশ এবং মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করে ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শনিবার শেষ হয়েছে তাবলীগ জামাতের সর্ব বৃহৎ সমাবেশ বিশ্ব এজতেমার তিন দিন ব্যাপী প্রথম পর্ব।
তীব্র শীত উপেক্ষা করে লাখ লাখ মানুষের অংশ গ্রহনে ৫৩ তম বিশ্ব এজতেমার ৩৫ মিনিট ব্যাপি আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম এবং তাবলীগ জামাতের শুরা সদস্য মাওলানা
মোহাম্মদ জুবায়ের। বিশ্ব এজতেমার দীর্ঘ ইতিহাসে এবারই প্রথম বাংলায় মোনাজাত করা হল। বাংলায় মোনাজাত করায় আখেরি মোনাজাতে অংশ গ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেছেন।মোনাজাত শেষে এজতেমায় অংশ গ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। চারদিন বিরতি দিয়ে আগামী শুক্রবার থেকে শুরু হবে তিন দিন ব্যাপী বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্ব। আগামী ২১ শে জানুয়ারি আখেরি মোনাজাতর মধ্য দিয়ে এবছরের বিশ্ব এজতেমার সমাপ্তি ঘটবে।
তাবলীগ জামাতের তরফে জানানো হয়েছে আগামী বছর বিশ্ব এজতেমার প্রথম এবং দ্বিতীয় পর্ব শুরু হবে যথাক্রমে ১১ এবং ১৮ ই জানুয়ারি এবং শেষ হবে যথাক্রমে ১৩ এবং ২০শে জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে।