বাংলাদেশে সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের বিষয়টি বিদেশী কূটনীতিকদের জানালো জাতীয় ঐক্যফ্রন্ট। স্থানীয় একটি হোটেলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ভারতসহ ৩৫টি দেশের কূটনীতিকদেরকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, নির্বাচনের পরিবেশ কোথায়? পুলিশ কাউকে দেখলেই ধরে নিয়ে যাচ্ছে। মানুষ পুলিশি সন্ত্রাসের শিকার হচ্ছে। তারা ভয়ভীতির সৃষ্টি করছে। যাতে বিরোধীরা নির্বাচনে অংশ না নেয়।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে তার বিশ্বাস।
সকালে অন্য এক অনুষ্ঠানে ড. কামাল হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের বিশ্বাস ভেঙ্গে গেছে। পুলিশকে জনগণের ওপর লেলিয়ে দেয়া হয়েছে।
ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের এক সমাবেশে বলেছেন, যেনতেনভাবে তিনি ক্ষমতায় যেতে চান না।
বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। কুষ্টিয়া ১ আসনের বিএনপি দলীয় প্রার্থী রেজা আহমদ বাচ্চুকে নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বিএনপি'র ১৪ জন প্রার্থীকে আটক করা হয়।