বাংলাদেশ অংশে যে ছিটমহলগুলো পড়েছে, তার যে সব নাগরিক ভারতে স্থায়ীভাবে চলে যাওয়ার জন্য নাম নিবন্ধন করিয়েছেন, তাদের ভারতে যাওয়ার জন্য ট্রাভেল পাস বা গমনাগমনের অনুমোদন পত্র দেয়া শুরু হয়েছে সোমবার। সোমবার পঞ্চগড়ের ছিটমহলগুলোর ভারতে যাবেন এমন ১১১ জন ছিটমহলবাসীকে আনুষ্ঠানিকভাবে ওই ট্রাভেল পাস দেয়া হয়। আর এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাভেল পাস পাওয়া নাগরিকরা ৩০ অক্টোবর পর্যন্ত ভারতে গমনাগমন করতে পারবেন এবং ৩০ নভেম্বরের মধ্যে স্থায়ীভাবে ভারতে চলে যাবেন। বাংলাদেশ অংশে যে ১১১টি ছিটমহল পড়েছে তার ৯৮৭ জন ভারতে চলে যেতে নাম নিবন্ধন করিয়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু: