অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ সরকারের তিনটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে ফেসবুক


ব্যবহারকারীদের সম্পর্কে বাংলাদেশ সরকারের তিনটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এই বছরের প্রথম ছয় মাস-জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে ওই তথ্য চাওয়া হয়েছিল।

১১ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষের ‘গ্লোবাল গভর্নমেন্ট রিকোয়েস্টস’ রিপোর্ট-এ ওই তথ্য প্রকাশ করা হয়। ২০১৩ থেকে এই বছরের প্রথমার্ধে বাংলাদেশ সরকার ফেসবুক কর্তৃপক্ষকে কয়েকদফা অনুরোধ করে, যার সবকটি অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সরকারের নজরদারির বিষয়টির ব্যাপারে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই ফেসবুক কর্তৃপক্ষ নিয়মিত ভিত্তিতে আন্তর্জাতিকভাবে ওই রিপোর্ট প্রকাশ করে। এদিকে, জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার লক্ষ্যে কিছুদিনের জন্য ভাইবার ,হোয়াটসআপ বন্ধ করার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী বুধবার জাতীয় সংসদেও এমন তথ্য দিয়েছেন। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG