বাংলাদেশের ৩টি নেতৃস্থানীয় শিল্প খাতের নেতারা গ্যাসের দাম বৃদ্ধির পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ বস্ত্র শিল্প সমিতি বিটিএমএ, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বয়ন শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ'র নেতারা বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানিয়ে বলেছেন, গ্যাসের দাম বাড়ান হলে বস্ত্র এবং পোশাক খাতে বিপর্যয় নেমে আসবে। বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান শিল্পখাতে গ্যাসের মূল্য বর্তমানে প্রতি ঘনফুট ৭.৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮.০৪ টাকা করার যে প্রস্তাব করেছে তার উল্লেখ করে এর ক্ষতিকর দিক তুলে ধরেন।
সংগঠনগুলোর নেতারা বলেন, গ্যাসের দাম বৃদ্ধি করা হলে কর্মসংস্থানের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে।
এর আগে, গত সপ্তাহে গ্যাসের দাম বৃদ্ধির সরকারের প্রস্তাবের ওপর গন শুনানি কালে বিভিন্ন ভোক্তা সংগঠন গ্যাসের দাম বৃদ্ধির বিরোধিতা করে প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে।