বাংলাদেশে করোনাভাইরাসের টিকা তৈরি শুরু হলে তা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের উদ্বোধনি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এমন মন্তব্য করে বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কথা দিয়েছে করোনার টিকা তৈরি করতে তারা বাংলাদেশকে সকল প্রকার সহযোগিতা প্রদান করবে। তবে কবে নাগাদ দেশে করোনার টিকা তৈরি শুরু হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানান নাই।
করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক দেশের চেয়ে এগিয়ে রয়েছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন বাংলাদেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষকে করোনা টিকার প্রথম ডোজ এবং প্রায় দুই কোটি মানুষকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশেকে তারা ২০ শতাংশ করোনার টিকা বিনামূল্যে দেবে। তবে বাংলাদেশ যেহেতু দক্ষতার সাথে টিকা দিতে সক্ষম হয়েছে সেহেতু তারা বাংলাদেশকে ৪০ শতাংশ টিকা বিনামূল্যে দেয়ার কথা জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না থাকলে দেশের কোনও কিছুই নিয়ন্ত্রণে থাকে না বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনা সংক্রমণ বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং একে নিয়ন্ত্রণে রাখতে হবে।
দেশের মদাসক্তি পরিস্থিতি সম্পর্কে জাহিদ মালিক বলেন বর্তমানে বাংলাদেশে প্রায় ৫০ লাখ মাদকাসক্ত মানুষ রয়েছে। মাদক নিলেই যে মানুষ অপরাধী হয়ে যায় কথাটি সঠিক নয় বলে উল্লেখ করে তিনি বলেন মাদককে ঘৃণা করতে হবে, মাদকাসক্তকে নয়। তিনি বলেন কেউ মাদকাসক্ত হলে তাঁকে চিকিৎসা দিয়ে ভালো করতে হবে।