ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম থেকে ত্রিপুরায় জ্বালানি তেল জাতীয় দ্রব্যাদি পরিবহনের লক্ষ্যে বাংলাদেশের প্রায় দেড়শ কিলোমিটার পথ, সড়ক ব্যবহারের জন্য বাংলাদেশ ভারতকে সাময়িক সময়ের জন্য অনুমতি দিয়েছে।
ভারী বর্ষণ এবং পাহাড়ি ধসের কারণে ভারতের আসাম থেকে ত্রিপুরায় যাওয়ার সড়ক পথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রিপুরায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশকে বাংলাদেশের সিলেট এবং মৌলভীবাজার জেলার ১৪০ কিলোমিটার সড়ক পথে জ্বালানি তেল জাতীয় দ্রব্যাদি পরিবহনের অনুমতি চেয়েছে।
বৃহস্পতিবার দুই দেশের মধ্যে এই লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুমতি দেয়া হয়। এই সমঝোতা অনুযায়ী ভারত, আসাম থেকে ত্রিপুরায় কেরোসিন, পেট্রোল, ডিজেলসহ জ্বালানি দ্রব্যাদি পাঠাবে। ঢাকায় কর্মকর্তারা জানান, মানবিক কারণেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।