অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতকে চট্টগ্রাম বন্দর সরাসরি ব্যবহার করতে দিতে আলোচনা শুরু


ভারতকে চট্টগ্রাম বন্দর সরাসরি ব্যবহার করতে দেয়ার বিষয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে। গত সোমবার দিল্লীতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক সংবাদ মাধ্যমকে বলেছেন, ভারতকে সরাসরি চট্টগ্রাম বন্দর ব্যবহারের বিষয়টি শিগগিরই বাস্তবে রূপ নেবে বলে তিনি আশাবাদী। এ লক্ষ্যে একটি মানসম্মত পরিচালনা কর্মকাঠামো বা Standard Operating Procedure (SOP) তৈরির কাজ চলছে বলেও পররাষ্ট্র সচিব জানিয়েছেন।

গত বছর জুনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকালে ভারত কর্তৃক চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের বিষয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।

এছাড়াও বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে সমুদ্র সম্পদ ও সমুদ্র সহযোগিতা বিষয়েও একটি সমঝোতা স্মারক ঐ সময় স্বাক্ষরিত হয়। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG