অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-ভারতের অভিন্ন নদ-নদীর পানি বণ্টন নিয়ে বৈঠক অনুষ্ঠিত


বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদ-নদীর পানি বণ্টন নিয়ে বৃহস্পতিবার ঢাকায় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার এবং ভারতের পানিসম্পদ সচিব উপেন্দ্র প্রসাদ সিং নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দিনব্যাপী বৈঠক শেষে রাতে এক যৌথ মিডিয়া ব্রিফিংয়ে বাংলাদেশের পানিসম্পদ সচিব বলেন, দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টনের বিষয়টি ছাড়াও তিস্তাসহ সাতটি অভিন্ন নদ-নদীর পানি বণ্টন এবং ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের প্রতিনিধিদল বিশদ আলোচনা করেছে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, নব গঠিত কমিটি শীঘ্রই কাজ শুরু করবে।

কবির বিন আনোয়ার বলেন, বৈঠকে একটি সময়াবদ্ধ পরিকল্পনা তৈরি করা হয়েছে কাজগুলোকে এগিয়ে নেয়ার লক্ষ্যে। তিনি আশা প্রকাশ করেছেন যে, পানি বণ্টন ইস্যু নিয়ে যে সমস্যা রয়েছে তার একটা ইতিবাচক সমাধানে আসা সম্ভব হবে।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00


XS
SM
MD
LG