অ্যাকসেসিবিলিটি লিংক

দুই বিদেশী হত্যাকান্ডে রাজনীতিবিদরা জড়িত: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী


Bangladesh-Italian-worker-death
Bangladesh-Italian-worker-death

দু’জন বিদেশী নাগরিক হত্যাকান্ডের মূল রহস্য খুব শিগগিরই উন্মোচিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, দুই বিদেশী হত্যাকান্ডের পেছনে মূল জড়িত এবং ইন্ধনদাতা রাজনীতিবিদরা। তাদের ব্যাপারে দু’একদিনের মধ্যে সব তথ্য জানানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জড়িত তাদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। তিনি ঘটনার পেছনে দেশী-বিদেশী ষড়যন্ত্র রয়েছে বলে উল্লেখ করেন।

ওদিকে, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে দুঃখজনক ঘটনাবলী ঘটেছে তাতে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তারা আশাবাদী। ইতোমধ্যে যে অগ্রগতি হয়েছে তাতে তারা সন্তুষ্ট।

রংপুরে নিহত জাপানি নাগরিক কোনিও হোশি’র হত্যাকান্ডের তদন্ত কাজে তেমন কোনো অগ্রগতি না থাকলেও মামলার তদন্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর পাঠানো রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:09 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG