বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বুধবার চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত কুয়েতি প্রধানমন্ত্রী শেখ জাবের আল-সাবাহর উপস্থিতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত চুক্তিগুলো হচ্ছে বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজীকরণ সংক্রান্ত চুক্তি, সামরিক সহযোগিতা চুক্তি এবং ঋণ সহায়তা চুক্তি।
চুক্তি সাক্ষরের পর তাঁরা প্রতিনিধিদের নিয়ে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেন যখন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কর্মকর্তারা আরও জানান, বৈঠকে কুয়েতে বাংলাদেশী জনশক্তি রফতানির বিষয়টিও আলোচনা হয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম।