ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজওয়ানুল আজাদ রানা এবং ফয়সল বিন নাঈম দ্বীপের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করা হয়েছে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুবাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রায়ে মাকসুদুল হাসান অনিক নামে একজনকে যাবজ্জীবন এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হিসেবে পরিচিত মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ পাঁচ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়েছে।
এ রায়ে ক্ষোভ প্রকাশ করে রাজীব হায়দারের পিতা ডা. নাজিম উদ্দিন বলেন, তিনি ন্যায় বিচার পাননি।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হওয়ার পরপরই রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে রাজীব হায়দারকে হত্যা করা হয়। যিনি থাবা বাবা নামে ব্লগে লেখালেখি করতেন।
বাংলাদেশে এ পর্যন্ত পাঁচ জন ব্লগার হত্যার শিকার হয়েছেন। এই প্রথম একজন ব্লগার হত্যার রায় এলো আদালত থেকে। ব্লগার রাজীব হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আট আসামীর মধ্যে রেজওয়ানুল আজাদ রানা পলাতক রয়েছেন।
রায়ে মামলার তদন্ত নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।