অভিবাসীদের নিয়ে কর্মরত প্রতিষ্ঠান রিফিউজি এ্যন্ড মাইগ্রেটরি রিসার্চ মুভমেন্ট বা রামরু এবং অভিবাসন সংক্রান্ত নাগরিক কমিটি বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশী শ্রমিকদের বিদেশ গমনে কি ধরনের আর্থিক ও সামাজিক ক্ষতির সম্মুখীন হতে হয় সে বিষয়ে এক গণশুনানির আয়োজন করে। গণশুনানিতে বিদেশে গিয়ে কিভাবে লাঞ্ছিত, নির্যাতিত এবং প্রতারিত হয়েছেন তারই তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন দেশে ফিরে আসা অন্তত ১০ জন বাংলাদেশী।
কাতারে নিয়ে যাওয়ার কথা বলে ইরাকে নিয়ে যাওয়ার কাহিনী বলেছেন একজন বাংলাদেশী শ্রমিক।
সৌদি আরব থেকে নির্যাতিত হয়ে দেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন একজন নারী। তিনিও জানিয়েছেন তার দুর্ভাগ্যের কথা।
অভিবাসী সংক্রান্ত নাগরিক কমিটির প্রধান প্রফেসর সি আর আবরার তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব শহীদুল হক যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে না যাবার পরামর্শ দেন।
বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমীর খসরু।