অ্যাকসেসিবিলিটি লিংক

পাচারের শিকার ১২৫ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে মিয়ানমার


মিয়ানমারের সমুদ্র উপকুল থেকে উদ্ধার হওয়া মানব পাচারের শিকার ১২৫ জন বাংলাদেশিকে মঙ্গলবার ওই দেশের করতিপক্ষ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে।

Border Guard Bangladesh বিজিবি এবং মিয়ানমারের অভিবাসী দফতরের কর্মকর্তাদের মধ্যে বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়িরর ঘুমধুম সীমান্তের কাছে এক পতাকা বৈঠকের পর বাংলাদেশিদের হস্তান্তর করা হয় বিজিবির কাছে।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ২০-২৫ জন শিশু-কিশোর রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারে অবস্থান রত ১৭ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল রবিউল ইসলাম।

XS
SM
MD
LG