অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৫ সালে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ২৬২টি নির্যাতনের ঘটনা ঘটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদ


বাংলাদেশে ২০১৫ সালে সংখ্যালঘুদের ওপর অন্তত ২৬২ টি নির্যাতনের ঘটনা বলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদ। প্রতিবেদনে বলা হয় নির্যাতিতদের মধ্যে ২৪ জনকে হত্যা, ২৪ জন মহিলাকে অপহরণ এবং ২৫ জনকে ধর্ষণ করা হয়েছে। এর ফলে ১৫৬২ টি পরিবার খতিগ্রস্থ হয়েছে, সংখ্যালঘুদের ২০৯ টি প্রতিষ্ঠানে লুট হয়েছে এবং ৬০ টি পরিবারকে তাদের ভিটা বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতির চিত্র তুলে ধরে পরিষদের পক্ষ থেকে বলা হয় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় প্রভাবশালী মহল অব্যাহত ভাবে সংখ্যালঘুদের ওপর এসকল নির্যাতন চালিয়ে যাচ্ছে।

XS
SM
MD
LG