জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টাল কমান্ডার হিসাবে এই প্রথম কোনো নারী দায়িত্ব পালনের জন্য বিদেশ গেছেন। কন্টিজেন্টাল কমান্ডার কর্নেল ডা: নাজমা বেগম শনিবার মধ্যরাতে আইভরি কোস্টের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেছেন। তিনি তার সেনা দলের ৫৬ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন-যার মধ্যে আরও ৬ জন নারী সদস্য রয়েছেন। আন্তঃবাহিনী গণসংযোগ বিভাগ জানায়, আইভরিকোস্টে ফিল্ড অ্যাম্বুলেন্সের নেতৃত্ব দেবেন কর্নেল নাজমা। কর্নেল নাজমা বেগম তার দায়িত্ব পালনের ক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ের কথা জানান যাত্রার প্রাক্কালে। ২০০৪ সাল থেকে আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা কর্মরত রয়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু