ভারতের সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিলটি কেন? কি এর উদ্দেশ্য? নির্বাচনী রাজনীতির জন্য কি?
গালফ্ নিউজকে দেয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী এসব প্রশ্ন উত্থাপন করেন। বলেন, কেন এই বিল তা তিনি বুঝতে পারেন না। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কারণে এই বিল আনা হয়েছে এমনটাও মনে করেন না শেখ হাসিনা। কারণ বাংলাদেশে এমন কিছু ঘটেনি যার জন্য এই বিল আনতে হবে। কিছু ঘটনা ঘটলেও আমরা তার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের এমন কিছু করা ঠিক হবে না যাতে করে উত্তেজনা সৃষ্টি হয়।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী, ঢাকা