বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ঢাকায় স্থানীয় একটি হোটেলে দ্বিতীয় বারের মতো 'ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭' উদ্ভোধন করেন।
প্রধানমন্ত্রী তৈরি পোশাকের জন্য সুনির্দিষ্ট বাজারে আটকে না থেকে নতুন নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত প্রবেশাধিকার না থাকার বিষয়টিও উল্লেখ করেন।
তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশকে এ সুযোগ দিচ্ছে। এছাড়া পোশাক উৎপাদনে বৈচিত্র্য আনতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান এবং বলেন, উন্নত বিশ্ব যা চায় তা পূরণ করার চেষ্টা করতে হবে। নতুন নতুন উদ্ভাবন তাদের কাছে তুলে ধরতে হবে। এ ব্যাপারে সরকারের সব ধরনের সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি বিজিএমইএ নেতাদের উদ্দেশে বলেন, দেশে ২০টি নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ সরকারের রয়েছে। তার মধ্যে ২টি অঞ্চল বিজিএমইএর পছন্দ মতো স্থানে বরাদ্দ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে নাসরিন হুদা বিথী।