অ্যাকসেসিবিলিটি লিংক

২৫শে মার্চের গণহত্যা স্মরণে বাংলাদেশ এক মিনিট অন্ধকারে


বাংলাদেশে ১৯৭১ সালের ২৫শে মার্চের গণহত্যা স্মরণে আজ সোমবার ১ মিনিটের জন্য বাংলাদেশ অন্ধকারে ডুবে ছিল। রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত দেশ জুড়ে চলে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি। জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ছাড়া সারাদেশের মানুষ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরুর আগ মুহূর্তে ২৫শে মার্চের বিভীষিকাময় কাল রাতটি পৃথিবীর ইতিহাসে নৃশংসতম গণহত্যার এক ঘৃন্যতম ও তমসাচ্ছন্ন এক অধ্যায়। সে দিন ঢাকাসহ পূর্ব পাকিস্তানের বড় বড় শহরে পাকবাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে নিরীহ এবং ঘুমন্ত বাঙালিদের হত্যা করেছিল।

২০১৭ সালের ১১ই মার্চ জাতীয় সংসদে দিবসটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। এরপর থেকে দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00


XS
SM
MD
LG