অ্যাকসেসিবিলিটি লিংক

রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে চলছে সেনা অভিযান, শংকায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও


মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি বা এএ নামে বৌদ্ধদের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলার প্রেক্ষাপটে দেশটির সেনাবাহিনী প্রায় সপ্তাহ খানেক সময় ধরে ঐ বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠীটির বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করছে। এতে জাতিসংঘসহ বিভিন্ন সূত্রের তথ্য মোতাবেক, রাখাইনে পুনরায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে এবং ৫ হাজারের বেশি সাধারণ মানুষ এই দফায় এ অবধি বাস্তুচ্যুত হয়েছেন।

মিয়ানমার সরকারের তথ্য মোতাবেক বৌদ্ধ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গত সপ্তাহের শুক্রবারে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইনের বুথিডং এলাকায় ৪টি পুলিশ চৌকিসহ কিছু স্থাপনায় হামলা চালায়। যাতে ২২ জন পুলিশ সদস্য হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশে আশ্রয় নেয়া কয়েক লাখ মিয়ানমারের রোহিঙ্গার মধ্যেও আতংক ও শংকা ছড়িয়ে পড়েছে এবং ভবিষ্যতেও পড়তে পারে বলে মনে করছেন ঢাকার বিশ্লেষকগণ।

আর এসব বিষয় নিয়ে ভয়েস অব আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর প্রাক্তন কর্মকর্তা আসিফ মুনীর।

please wait

No media source currently available

0:00 0:06:18 0:00

XS
SM
MD
LG